সংবাদ শিরোনাম

recent

সুনামগঞ্জ-৫ আসন ভিত্তিক জামায়াতে ইসলামীর ছাত্র প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত

দোয়ারাবাজার (সুনামগঞ্জ)সংবাদদাতা :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের ছাত্র প্রতিনিধিদের নিয়ে জামায়াতে ইসলামী আয়োজিত এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) বিকাল ৪টায় ছাতক উপজেলা জামায়াতের কার্যালয়ে ছাতক ও দোয়ারাবাজার উপজেলার ছাত্র প্রতিনিধিদের অংশগ্রহণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী।
প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্রশিবির সুনামগঞ্জ জেলা সভাপতি মেহেদী হাসান তুহিন।

সুনামগঞ্জ-৫ নির্বাচনী আসনের পরিচালক ও সুনামগঞ্জ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট রেজাউল করিম তালুকদারের সভাপতিত্বে এবং ছাতক উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফিজ জাকির হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—দোয়ারাবাজার উপজেলা জামায়াতের আমীর ডা. হারুন অর রশীদ, ছাতক উপজেলা আমীর মাওলানা আকবর আলী, ছাতক পৌর আমীর ইঞ্জিনিয়ার নোমান আহমদ,সিলেট কোতোয়ালি থানা জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট সিরাজুল ইসলাম।
সুনামগঞ্জ জেলা শিবিরের সেক্রেটারি ফারহান শাহরিয়ার ফাহিম, , দোয়ারাবাজার উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসাইন, ছাতক পৌর সেক্রেটারি ডা. হেলাল উদ্দিন এবং সুনামগঞ্জ জেলা শিবিরের অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।

বক্তারা বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ ও নেতৃত্ব। শিক্ষার্থীরা চাইলে সমাজ ও রাষ্ট্রে পরিবর্তন আনতে পারে—এর জ্বলন্ত প্রমাণ ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও স্বৈরাচারবিরোধী গণঅভ্যুত্থান।

তারা আরও বলেন, আগামী দিন সম্ভাবনার দিন। শিক্ষার্থীরা চাইলে ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব। এ লক্ষ্যেই জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। তাই আগামীর রাষ্ট্র গঠনে শিক্ষার্থীদের এগিয়ে এসে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

সুনামগঞ্জ-৫ আসন ভিত্তিক জামায়াতে ইসলামীর ছাত্র প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত Reviewed by প্রান্তিক জনপদ on 10/11/2025 09:07:00 PM Rating: 5

No comments:

Copyright © Prantik Jonopd All Right Reseved 2020
Created by Thawhid Shahin

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

Powered by Blogger.