সুনামগঞ্জ-৫ আসন ভিত্তিক জামায়াতে ইসলামীর ছাত্র প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত
দোয়ারাবাজার (সুনামগঞ্জ)সংবাদদাতা :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের ছাত্র প্রতিনিধিদের নিয়ে জামায়াতে ইসলামী আয়োজিত এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) বিকাল ৪টায় ছাতক উপজেলা জামায়াতের কার্যালয়ে ছাতক ও দোয়ারাবাজার উপজেলার ছাত্র প্রতিনিধিদের অংশগ্রহণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ ও নেতৃত্ব। শিক্ষার্থীরা চাইলে সমাজ ও রাষ্ট্রে পরিবর্তন আনতে পারে—এর জ্বলন্ত প্রমাণ ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও স্বৈরাচারবিরোধী গণঅভ্যুত্থান।
তারা আরও বলেন, আগামী দিন সম্ভাবনার দিন। শিক্ষার্থীরা চাইলে ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব। এ লক্ষ্যেই জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। তাই আগামীর রাষ্ট্র গঠনে শিক্ষার্থীদের এগিয়ে এসে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
Reviewed by প্রান্তিক জনপদ
on
10/11/2025 09:07:00 PM
Rating:

No comments: